ভেবে যাই একই ভাবনা
কেটে যায় কত সময়
তাই আজ আছি অসহায়
ভুলে যাই আমি কোথায়

নিজের সাথে কথা বলি
সময় তো কেটে যায়
নিজের দিকে তাকিয়ে থাকি
ভাঙা আয়নায়

দিন যায় রাত চলে আয়
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়

সূর্যের সাথে আমিও দেই ডুব
সকাল হলে ওঠা হবে
রাতের আঁধার আমায় নিয়ে
তোমার সাথে দেখা দেবে

নিজের সাথে কথা বলি
সময় তো আর কাটে না
তোমার দিকে তাকিয়ে থাকি
ভাঙা আয়নায়

দিন যায় রাত চলে আয়
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়

অন্ধ আঁধারে খুঁজে দেখি
তবু এই ভাঙা আয়নায় তোমায় পেয়েছি

দিন যায় রাত চলে আয়
(ভাঙা আয়নায়)
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
(ভাঙা আয়নায়)
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
(ভাঙা আয়নায়)
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
দিন যায় রাত চলে আয়
(ভাঙা আয়নায়)
আমায় নিয়ে যায় তোমার ঠিকানায়
    Página 1 / 1

    Letras y título
    Acordes y artista

    restablecer los ajustes
    OK