এই দিন, এই রাত
এই রঙিন আঘাত
এই সুখ, এই দুঃখ
কেটে যায় যতটুক
রাঙাবো, রাঙাবো

এই পথ সবার
নাকি শুধু তোমার?
কবে পাবে ছাড়
এই গণজোয়ার?
বাড়াবো, হাত বাড়াবো

এই জিত আমার অধিকার
এই হার তোমার অপচার
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে

আমার এই ডাক ছড়িয়ে যাক
মানবে না হার এই গণজোয়ার
দাঁড়াবো, উঠে দাঁড়াবো

আমার স্বপ্ন সাদা-কালো
ওপারে দেখি রঙিন আলো
সব রাঙালো

এই জিত আমার আধিকার
এই হার তোমার অপচার
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে

গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র

গণজোয়ারে
গণজোয়ারে
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
    Página 1 / 1

    Letras y título
    Acordes y artista

    restablecer los ajustes
    OK