দেখি এক কালো মেঘ আমায় ঘিরে থাকি যতসব যন্ত্রণার ভিড়ে বিষণ্ণতা ছড়িয়ে যায় আমার শিরায় আমি থাকি তোমার থেকে দূরে দুঃস্বপ্ন দেখবো বলে তাই থাকি জেগে পালাবার চেষ্টা করি তাই যাই ভেগে বিষণ্ণতা ছড়িয়ে যায় আমার শিরায় আমি থাকি তোমার থেকে দূরে আমি আছি তোমার কথা শুনে আর কত বাধা পেরিয়ে যাবো কত এগিয়ে বসে থাকি এক কোণে আমি থাকি তোমার থেকে দূরে আমি আছি তোমার কথা শুনে আমি থাকি (বিষণ্ণতা) তোমার থেকে দূরে (ছড়িয়ে যায়) আমি আছি (বিষণ্ণতা) তোমার কথা শুনে (ছড়িয়ে যায়)