শপনের গলি গুল কোথায় যেন হারিয়ে গেল রইলো না কিছুই আর থাকলো না কিছুই আর রইলো না কিছুই আর থাকলো না কিছুই আর মনে পড়ে আগের কথ তোমার আমার ভালোবাস রয়ে গেলো কোথায হারিয়ে গেলো কোথায ফিরে এসো আবার কাছ কতো কথা বলার আছ এসো আমার পাশ বসে কতো কথা আছ সময়ের দিনগুল যাচ্ছে যে চল আর কতো কাল আশায় থাকবো বস আর কতো কাল আশায় থাকবো বস জানি তুমি আসবে ন আমায় ভালো বাসবে ন তবু আমি তোমার আশায় থাকবো বস ভেঙে দিলে স্বপ্ন গুল ভেঙে দিলে কতো আশ ভেঙে দিলে আমার মনের শেই তোমার ভালোবাস ভেঙে দিলে আমার মনের শেই তোমার ভালোবাস