tonalidad: Fm Afinación: E A D G B E
 Ab          Db 
 আমি পাহাড়ের চূড়ায়
 Eb         Ab 
 দাঁড়াতে পারি ঠায়
 Fm         Bbm7 
 আমি সাগরের উত্তাল
 Eb        Ab 
 তরঙ্গ ভেদে যাই
 Ab        Db 
 আমি মরু ময় পাড়ে
 Eb       Ab 
 পাড়ি জমাতে চাই
 Fm       Bbm7 
 যদি ও পাড়ের শীতলে
 Eb        Ab 
 তোমার চিহ্ন রয়।
 Fm        Db 
 একটু ভিতু নয়
 Fm    Ab 
 বুনো হিংস্রতায়
 Db      Cm 
 এনে দেব ছিনিয়ে
 Bbm7     Eb 
 যত দুর্লভ যা চাই
 Ab           Db 
 শত রাত্রি বিনিদ্র যাপন
 Dbm    Ab       c 
 পারি অবলীলায়,
 Fm       Bb 
 নির্মল ভোরে তোমার
 Db     Eb 
 হাসির প্রতীক্ষায়
 Ab       Db 
 ঝিরি ঝিরি বর্ষণে
          Ab       Cm 
 প্রদীপ শিখা জ্বেলে
 Fm       Bb 
 জেগে রব একলা
 Db   Dbm     Ab 
 হৃদয় উষ্ণতায়,
 Gb    Db     Ab 
 সীমানা ছাড়িয়ে সুদূরে
 Gb      Db     Ab 
 হাজারো মানুষের ভীড়ে
 E         Eb   Ab 
 হারিয়ে কি গেছ জানিনা
 E            Eb      Ab 
 খুজে পেতে যেতে দূর অজানায়।
    Página 1 / 1

    Letras y título
    Acordes y artista

    restablecer los ajustes
    OK