D G D Bm D G
[Verse 1]
D G
ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
D G
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে,
A
অন্য তখন চোখের ধরন
G A
অন্য রকম পায়ের চলন।
[Chorus]
D G
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
D G
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,
A G D
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
D G
ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
D G
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে।।
[Interlude]
D D D D
[Verse 2]
D F#m G
ও.. তোমার হাসি, হাতছানি দাও
Em A D
হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে।
D G
তোমার ঘুমের পর্দা সরাও
Em A D
বৃষ্টি হবো আমি জানলা পারে।
[Chorus]
D G
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
D G
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,
A G D
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
D G
ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
D G
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে।।
[Interlude]
D D D D
[Verse 3]
D F#m G
ও.. তোমায় নিয়ে ব্যস্ত যখন
Em A D
অন্যকিছু আমি শুনতে না পাই।
D G
হুম.. তোমার হাতেই বাঁচন-মরণ
Em A D
আমার পাশে শুধু তোমাকে চাই।
[Chorus]
D G
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
D G
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,
A G D
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
D G
ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
D G
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে।।