Cifra Club

Aj Mon Cheyeche

Lata Mangeshkar

Acordes: Principal (guitarra acústica y eléctrica)
Sello Cifra Club: estos acordes fueron revisados para cumplir con los criterios oficiales de nuestro Equipo de Calidad.
tonalidad: C
C                  Am
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
Dm             G        C
হারিয়ে যাবো আমি তোমার সাথে
Dm                G
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
G                    C
কিছু সময় রেখো তোমার হাতে

[Verse 1]
C
কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা
Dm               G     C
ছিল কল্পনা জাল এই প্রানে বোনা
    Dm         G       Dm
তার অনুরাগের রাঙা তুলির ছোয়া
G        C
নাও বুলিয়ে নয়নপাতে

[Bridge]
Am                      G
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
G            Am
চির সাথী রইবো পথে

[Verse 2]
C
তাই যা দেখি আজ সবই ভাললাগে
Dm                G   C
এই নুতন গানের সুরে ছন্দ রাগে
Dm                   G   Dm
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
G             C
এলে আমার গহন রাতে
Otros videos de esta canción
    3 visualizaciones
      • ½ Tonalidad
      • A
      • Bb
      • B
      • C
      • Db
      • D
      • Eb
      • E
      • F
      • F#
      • G
      • Ab
    • Agregar a la lista

    Afinación de los acordes

    Afinador en línea

      Ops (: Contenido disponible solo en portugués.
      OK