C G C
মোমের দেয়াল উঠনে বারান্দায় তুমি ,
G C
একটু দূরে দাড়িয়ে রোদের হাতছানি ।
C F
ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা আসবে আমার কোলে ।
C F
নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী আসবে সে আমারই ।
[Chorus]
C G F
চল ভেঙে দেই সে দেয়াল , সমাজের ঠুনকো খেয়াল ,
C F G
বাঁচি দুজনায় মায়াতে মায়ার দেয়াল ... । - [ x2 ]
[Interlude]
C G F G Am F
[Verse 2]
C G C
হলদে সাগরে হাত ধরে সূর্য সাঁতারে ,
G C
হাতে হাত চোখে চোখ সত্য খোঁজার লোক ।
C F
ভেঙে দিয়ে সে স্বপ্ন গুলোসমাজটা জিতে জায় ,
C F
রক্ত দিয়ে কি অবশেষে ভাঙতে হবে দেয়াল ।
[Chorus]
C G F
তুমি কখনও কি হবে না আমার হবে না মায়াতে ,
C G F
মোমের দেয়াল কখনও কি ভাঙা হবে না । - [ x2 ]
[Verse 3]
C G C
মোমের দেয়াল এই ছাদে,ঘুড়ির সুতো টানা
G Am F
একটু দূরে দাড়িয়ে কাছে যেতে মানা ।
C F
ছিরে দিয়ে সে ঘুড়ির সুতোটা আসবে আমার কোলে,
C F
নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয় ই আছে সে আমারই ।
[Chorus]
C G F
চল ভেঙে দেই সে দেয়াল , সমাজের ঠুনকো খেয়াল ,
C F G
বাঁচি দুজনায় মায়াতে মায়ার দেয়াল ... ।
C G F
তুমি কখনও কি হবে না আমার হবে না মায়াতে ,
C G F
মোমের দেয়াল কখনও কি ভাঙা হবে না ।