C G C
Aaaaa aaaa aaaha
lalala la-la-la laaaaa-lalaaaaa.
[Verse]
C G F C
মন থাক আড়ালেই মাঝে মাঝে ছুটে আসা
C G F C
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
D G D G
তুমি পথ চেনো, পাশে আছি যেনো
D G7
আমাকেও সঙ্গে নিলে,
C A# F C
থেকে যাবো, তোমায় আমায় মিলে ।
C A# F C
থেকে যাবো, তোমায় আমায় মিলে ।
C G F C
যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার
C G F C
আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার ।
D G D G
তুমি অভিমানী হেঁটে যাবে জানি,
D G7
স্বপ্নের সেই মিছিলে,
C A# F C
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
C A# F C
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
C G
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে ?
G F C
স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ?
C G
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে ?
G F C
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে ?
D G D G
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
D G7
সব পাবো ভরসা দিলে,
C A# F C
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
C A# F C
থেকে যাবো তোমায় আমায় মিলে ।